- ★ HSC preparation Guideline ★
সদ্য এসএসসির গন্ডি পার করে এইচএসসি তে উঠা 😀 স্টুডেন্ট দের জন্য পোস্ট টি।
যারা জিপিএ ৫ পেয়েছো তাদেরকে অভিনন্দন আর যারা পাও নি তাদের আপসেট হবার কিছু নেই।
এইচএসসি তে তোমার যেন জিপিএ ৫ থাকেই সেভাবে পড়তে হবে।
প্রথমত জেনে নাও এইচএসসি প্রিপারেশন এর জন্য কোন লেখকের বই গুলি পড়তে হবেঃ
📚 জীববিজ্ঞান ১ম পত্র →আবুল হাসান
📚 জীববিজ্ঞান ২য় পত্র →গাজী আজমল, আলীম হোসেন
📚 পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র →আমির হোসেন, শাহজান তপন
📚 রসায়ন ১ম ও ২য় →হাজারী, কবির
📚 বাংলা ২য় পত্র → হায়াৎ মাহমুদ
📚 ইংরেজি ২য় পত্র → Advance
📚 আইসিটি → মাহবুবুর রহমান
📚 গনিত ১ম ও ২য় পত্র → রুপন্তী প্রকাশনীর রফিকুল ইসলাম স্যারের বই
❑ বইয়ের পাশাপাশি যে গাইড গুলো পড়বেঃ
📚 জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র → লেকচার গাইড
📚 রসায়ন ১ম ও ২য় পত্র → লেকচার গাইড
📚 পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র → অনুপম গাইড
📚 বাংলা ১ম পত্র → অনুপম গাইড
এবার আসি তুমি কিভাবে পড়বে তা নিয়ে।
📚 জীববিজ্ঞান ১ম পত্রঃ আবুল হাসান স্যারের বই খুব ভালো করে পড়ে শেষ করবে। প্রতিটা অধ্যায় এমনভাবে পড়বে। অধ্যায় শেষে যেন এই আত্নবিশ্বাস পাও যে, এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমি পারবো। আর এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই।
একটা অধ্যায়ের তুমি যতটুকু পড়বে সেইটুকু তুমি গাইড এ গিয়ে এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন গুলো পড়ে নিবে। এভাবে তুমি প্রতিটা অধ্যায় পড়বে৷
📚 জীববিজ্ঞান ২য় পত্রঃ গাজী আজমল স্যারের বই খুব ভালো করে পড়ে শেষ করবে। প্রতিটা অধ্যায় এমনভাবে পড়বে। অধ্যায় শেষে যেন এই আত্নবিশ্বাস পাও যে, এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমি পারবো।
আর যদি এক্সট্রা বই পড়তে চাও তাহলে আলীম স্যারের বইটা পড়তে পারো। তবে, মেইন বুক হিসেবে কিন্তু গাজী আজমল স্যারের বই ই রাখবে। আগে গাজী আজমল স্যারের বই খুব ভালো করে শেষ কর।
একটা অধ্যায়ের তুমি যতটুকু পড়বে সেইটুকু তুমি গাইড এ গিয়ে এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন গুলো পড়ে নিবে। এভাবে তুমি প্রতিটা অধ্যায় পড়বে৷
📚 রসায়ন ১ম ও ২য় পত্রঃ হাজারী স্যারের বই খুব ভালো করে পড়ে শেষ করবে। প্রতিটা অধ্যায় এমনভাবে পড়বে। অধ্যায় শেষে যেন এই আত্নবিশ্বাস পাও যে, এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমি পারবো। আর হ্যা, হাজারী স্যারের বইয়ের অধ্যায় শেষে অনুশীলনীর MCQ প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই খুব খুব ই ভালো করে পড়বে। কেননা মেডিকেল ভর্তি/এইচএসসি পরীক্ষায় হাজারী স্যারের বইয়ের অনুশীলনীর MCQ প্রশ্নগুলো থেকে বেশ কিছু প্রশ্ন ই আসে। আর যদি এক্সট্রা বই পড়তে চাও, তাহলে কবির স্যারের বই টা পড়তে পারো। তবে হ্যা, হাজারী স্যারের বই টা কিন্তু আগে ভালো করে শেষ করবে।
📚 পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রঃ আমির হোসেন স্যারের বই খুব ভালো করে পড়ে শেষ করবে। প্রতিটা অধ্যায় এমনভাবে পড়বে। অধ্যায় শেষে যেন এই আত্নবিশ্বাস পাও যে, এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমি পারবো। আর হ্যা, আমির হোসেন স্যারের বইয়ের অধ্যায় শেষে অনুশীলনীর MCQ প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই খুব খুব ই ভালো করে পড়বে। কেননা বিভিন্ন ভর্তি/এইচএসসি পরীক্ষায় আমির হোসেন স্যারের বইয়ের অনুশীলনীর MCQ প্রশ্নগুলো থেকে বেশ কিছু প্রশ্ন ই আসে। আমির হোসেন স্যারের বইয়ের অধ্যায়ের যে ছোট ছোট উদাহরণ অংক আছে অইগুলো ভালো করে পড়বে কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান এ অংক থাকলে তা আমির হোসেন স্যারের বইয়ের উদাহরণ থেকেই থাকে। আর যদি এক্সট্রা বই পড়তে চাও, তাহলে শাহজাহান তপন স্যারের বই টা পড়তে পারো। তবে হ্যা, আমির হোসেন স্যারের বই টা কিন্তু আগে ভালো করে শেষ করবে। একটা অধ্যায়ের তুমি যতটুকু পড়বে সেইটুকু তুমি গাইড এ গিয়ে এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন গুলো পড়ে নিবে। এভাবে তুমি প্রতিটা অধ্যায় পড়বে৷
📚 গণিত ১ম ও ২য় পত্রঃ তুমি প্রতিদিন ই গণিত পড়বে। ক্লাসে/ প্রাইভেটে যা পড়া দিবে তা প্রতিদিন করে নিবে। প্রতিদিন নিয়মিত তুমি যদি গণিত পড় তাহলে তুমি গণিত ভালো পারবে।
📚 বাংলা ১ম পত্রঃ বাংলা ১ম পত্র কে অনেকেই সহজ মনে করে। ভাবে যে বাংলা ই তো,,, এক্সাম এ বানিয়ে লিখে দিব। এই রকম ভাবনা যাদের থাকে তাদের ই বাংলা ১ম পত্রে এ+ মিস যায়। আর অনেকেই সহপাঠ পড় না। প্রতিদিন তুমি এক পাতা করে উপন্যাস, নাটক পড়বে তাহলে দেখবে সহপাঠ থেকে সৃজনশীল , এমসিকিউ খুব সহজেই পেরে যাবে। বাংলা ১ম পত্র ক্লাসে যা পড়াবে সেই কবিতা/গদ্য অইদিন ই পড়ে ফেলবে।
📚 আইসিটিঃ আইসিটি একটা মজার সাব্জেক্ট। যদি বুঝে বুঝে পড়৷ অনেকের কাছেই সহজ লাগে আবার অনেকেই কাছেই কঠিন মনে হয়। আইসিটি ২ টা অধ্যায় একটু জটিল - ৩য় ও ৫ম অধ্যায়। এই ২ টা অধ্যায় খুব ভালো করে বুঝে বুঝে পড়বে। কেননা প্রোগ্রাম, সংখ্যাভিত্তিক এই দুই অধ্যায় থেকে ৪ টা সৃজনশীল আসে।
📚 ইংরেজি ১ম পত্রঃ ইংরেজি ১ম পত্র অনেকেই বোর্ড বইটি পড়তে চায় না। অনেকের কাছেই তা পড়ায় অনীহা লাগে। কিন্তু তুমি যদি মেইন বই এর প্যাসেজ ভালো করে না পড় তাইলে তুমি ইংরেজি ১ম পত্রে ভালো করতে পারবেনা। মূল বই থেকে একটা চাপ্টার পড়বে এরপর গাইড পড়বে।
📚 ইংরেজি ২য় পত্রঃ Advance বই এ একেকটা টপিক এর অনেক সুন্দর করে রুলস দেয়া আছে। এরপর টপিক শেষে অনুশীলন ও দেওয়া আছে।
প্রতিদিন গণিত, ইংরেজি ২য় পত্র, পদার্থবিজ্ঞানের অংকগুলো, সহপাঠ পড়বে।
প্রতিদিন অন্তত ৮ ঘন্টা পড়বে৷
এভাবে যে নিয়মিত পড়াশোনা করবে তার এইচএসসি প্রিপারেশন খুব ই ভালো হবে।
Posted by: Md Hasibul Hassan Shanto
---------------------------------------------------------------------------------------------------