- তুমি হয়তো এখন রিলেশনশিপ এ খুব মত্ত আছো।
পড়াশোনা বাদ দিয়ে এখন এসবে পড়ে আছো ক্লিয়াকাট কথা তুমি তোমার লক্ষ্যে পৌছাতে পারবেনা। এখন হয়ত আমার কথায় হাসতেছো কিন্তু সময় হলে এই ভাইয়ের কথা ঠিক ই মনে পড়বে।
একটা কথা মাথায় রাখো→ বফ/গফ হচ্ছে পিপড়া, ভোমড়, মৌমাছির মত, মিষ্টি আছে তো তারা আছে মিষ্টি নেই তো তারাও নেই। ঠিক তেমনি তোমার কাছে যতদিন মিষ্টি থাকবে ততদিন বফ/গফ থাকবে মিষ্টি নেই তো বফ/গফ ও নেই।
তোমার এই মিষ্টি টা হচ্ছে তোমার ভালো অবস্থান। যখন তুমি ভালো অবস্থানে থাকবে তখন দেখবে বফ/গফ আছে কিন্তু যদি তুমি তোমার উচু পজিশন থেকে ছিটকে নিচে পড়ে যাও তখন আর তোমার সেই যার সাথে সারাদিন রাত লুতুপুতু বাবু সোনা বলে চ্যাট করতে তাকে পাবে না। সে তোমাকে লাত্থি দিয়ে চলে যাবে তোর কি আছে বলে! হ্যা এখন বিশ্বাস হবে না। কিন্তু এটাই বাস্তব। যেদিন তুমি ফেইলিউর হবে তখন দেখবে তাদের আসল রুপ। তাই এসব দুদিনের রিলেশনশিপ কে এত প্রায়োরিটি না দিয়ে নিজের পজিশন গড়। নিজেকে সমাজের উচ্চ অবস্থানে নিয়ে যাও। 🙂
যেই ছেলের/মেয়ের পিছনে এখন ছুটছো তখন সেই ছেলে/মেয়েরা ই তোমার পিছনে ছুটবে।
তাই ফুলের বাগান কর প্রজাপতির অভাব হবে না৷
আগে নিজের ভিত্তি স্থাপন কর। আগে হচ্ছে তোমার ক্যারিয়ার। এখন যতই বফ /গফ তোমায় বলুক না কেনো " জানু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না" একবার তুমি তোমার লাইফে সবচেয়ে দুর্দশায় পড় তখন দেখবে সেই জানু কোথায় পালায়। তখন কিন্তু তোমার পাশে তোমার ফ্যামিলি কেই পাবে। আর এটাই রিয়েলিটি।
Reality is that which, when you stop believing in it, doesn't go away.
নিজেকে বিনির্মানে সচেষ্ট হও।
Success like a butterfly pretty to look but hard to catch
So, make flower garden there will be no absence of Butterflies.
Posted by: Md Hasibul Hassan Shanto
----------------------------------------------------------------------------------