অংক গুলো করে ফেলুন মাত্র ১৫/২০

সেকেন্ডে। .…………………………………………………

#নিয়ম-১: নৌকার গতি স্রোতের অনুকূলে

ঘন্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে

২ কি.মি.। স্রোতের বেগ কত? .

#1_technique

:::স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে

নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার

বেগ) /২ = (১০ – ২)/২ = ৪ কি.মি.

.========================

#নিয়ম-২: একটি

নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি.

এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি.

যায়। নৌকার বেগ কত? . #2_technique

::::নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার

বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/২ =

(৮ + ৪)/২ = ৬ কি.মি. =================.

#নিয়ম-৩: নৌকা ও স্রোতের বেগ ঘন্টায়

যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে

৪৫ কি.মি. পথ একবার যেয়ে ফিরে আসতে

কত সময় লাগবে? . উত্তর : স্রোতের অনুকূলে

নৌকারবেগ = (১০+৫) = ১৫ কি.মি. স্রোতের

প্রতিকূলে নৌকার বেগ = (১০-৫) = ৫ কি.মি.

#3_technique ::: মোট সময় = [(মোট দূরত্ব/

অনুকূলে বেগ) + (মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)]

= [(৪৫/১৫) + (৪৫/৫)] = ৩ + ৯ = ১২ ঘন্টা

.=================

#নিয়ম-৪: একজন মাঝি

স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ কি.মি. যায়

এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে।

তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ

কত? . উত্তর: #4_technique :::গড় গতিবেগ =

(মোট দূরত্ব/মোট সময়) = (৫+৫)/(২+৪) = ৫/৩

মাইল .=====================

#নিয়ম-৫: এক

ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে

ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে

গেলএবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের

প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে

এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত? .

#5_technique :::গড় গতিবেগ = 2mn/(m+n) = (২

x ১০ x ৬)/(১০+৬) = ১৫/২ কি.মি

Posted by: Farjana Afroj Moni

-----------------------------------------------------------------------------------