🔹১. বিড়াল
🔸ক্ষুধার্ত ও সমাজে অবহেলিতদের প্রতি সহমর্মিতা🔸
🔹২. অপরিচিতা
🔸যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধ
🔹৩. চাষার দুক্ষু
🔸সভ্যতার মাত্রাধিক্য, বিলাসিতা, অনুকরণ প্রিয়তাই দারিদ্রের কারণ
🔹৪. আহ্বান
🔸উদার মানবিক সম্পর্ক
🔹৫. আমার পথ
🔸নিজেই নিজের পথ তৈরী করা
🔹৬.জীবন ও বৃক্ষ
🔸পরার্থে আত্মনিবেদন
🔹৭. মাসি পিসি
🔸পুরুষশাসিত সমাজে স্বামী পরিত্যাক্তা আহ্লাদীকে নিয়ে মাসি-পিসির বুদ্ধিদীপ্ত ও সাহসী পদক্ষেপ
🔹৮. বায়ান্নর দিনগুলো
🔸ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর আত্মজীবনী
🔹৯. জাদুঘরে কেন যাব
🔸(নৈর্ব্যক্তিক আসবে)
🔹১০. রেইনকোট
🔸রেইনকোট পরে নুরুল হুদার মধ্যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম সঞ্চার
🔹১১. মহাজগতিক কিউরেটর
🔸সমাজ,পরিবেশ ও পৃথিবিকে সম্পর্কে মানুষের উদাসীনতা
🔹১২. নেকলেস
🔸শ্রেষ্ঠত্ব, আভিজাত্য, কল্পনাবিলাসী আচ্ছন্ন নারীর পরিনাম ও দারিদ্রতার দু:খ কষ্ট ও পরিশ্রম
🔹১৩. বিভীষণের প্রতি মেঘনাদ
🔸দেশপ্রেম (মেঘনাথ) ও দেশবৈরিতা (বিভীষন)
🔹১৪. ঐকতান
🔸অপ্রাপ্তি ও অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি
🔹১৫. সাম্যবাদী
🔸অসাম্প্রদায়িকতা
🔹১৬. এই পৃথিবীতে এক স্থান অাছে
🔸বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ননা
🔹১৭.তাহারেই পড়ে মনে
🔸প্রকৃতির গতিময়তা ও বিচ্ছেদ বেদনা
🔹১৮. সেই অস্ত্র
🔸ভালবাসার প্রয়োজনীয়তা
🔹১৯. আঠারো বছর বয়স
🔸বয়সন্ধিকালের অপ্রতিরুদ্ধতা
🔹২০. ফেব্রুয়ারি ১৯৬৯
🔸সংগ্রামী চেতনা
🔹২১. আমি কিংবদন্তীর কথা বলছি
🔸পুর্বপুরুষ এর সংস্কৃতির শেকড় সন্ধান
🔹২২. নুরলদীনের কথা মনে পড়ে যায়
🔸সামন্তবাদ ও সম্রাজ্যবাদ বিরোধী কৃষক নেতা নুরুলদীনের সংগ্রামের ইতিহাস
🔹২৩. লোক লোকান্তর
🔸প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কবির-কাব্য চেতনার প্রকাশ
🔹২৪. রক্তে আমার অনাদি অস্থি
🔸নদীমাতৃক বাংলাদেশের বর্ননা
Posted By: Farjana Afroj Moni
----------------------------------------------------------------------------------
1. বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
উত্তরঃমাইকেল মধুসুদন দত্ত
2.বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ চরিত্রে কোন ধরনের মানসিকতা ফুটে উটছে ?
উত্তরঃদেশদ্রোহিতার প্রতি ঘৃণা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা
3. পৃথিবীতে সর্বপ্রথম সনেট রচনা করেন কে ?
উত্তরঃপেত্রাক
4."গতি যার নীচসহ, নীচ সে দুর্মতি ' উক্তিটি কার ?
উত্তরঃমেঘনাদ
5.সঞ্চয়িতা কার কাব্য সংকলন ?
উত্তরঃরবীন্দ্রনাথ ঠাকুর
6. বাতায়ন অর্থ কী ?
উত্তরঃজানালা
7. ঐকতান কবিতাটি কবির কীসের স্বীকারোক্তি ?
উত্তরঃঅপূর্ণতার
8. চার্বাক কে ?
উত্তরঃবস্তুবাদী দার্শনিক
9. বন্ধু শব্দটি সাম্যবাদি কবিতায় কতবার উল্লেখ করা হয়েছে ?
উত্তরঃ২ বার
10. সাম্যবাদি কবিতা কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ১৯২৫ সালে
11. সুদর্শন কোথায় উড়ে যায় ?
উত্তরঃঘরে
12. অন্ধকারে ঘাসের উপর কী নুয়ে থাকে ?
উত্তরঃলেবুর শাখা
13. নির্জনতম কবি কে ?
উত্তরঃজীবনানন্দ দাশ
14. একাত্তেরের ডায়েরী কার রচনা ?
উত্তরঃসুফিয়া কামাল
15. তাহারেই পড়ে মনে কবিতায় প্রশ্নবোধক চিন্হ কয়বার ব্যবহুত হয়েছে ?
উত্তরঃ১৯ বার
16. তাহারেই পড়ে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃমোহাম্নদি
17. সেই অস্র কবিতাটি কোন ভাষায় রচিত ?
উত্তরঃসাবলীল
18. সেই অস্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তরঃবিদীর্ণ দর্পনে মুখ
19.আঠারো বছর বয়সে কী নেই ?
উত্তরঃসংশয়
20. আঠারো বছর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তভূক্ত ?
উত্তরঃছাড়পত্র
-----------------------------------------------------------------------------------
১. মাইকেল মধুসূদন দত্ত কলেজে ছাত্রাবস্থায় কোন ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন?
উত্তর ঃ ইংরেজি
২.বসুধা অর্থ কি?
উত্তর পৃথিবী
৩. "বিভীষণের প্রতি মেঘনাদ " কত সর্গ থেকে সংকলিত হয়েছে?
উত্তর ঃ ষষ্ঠ
৪.রেনেসাঁস কি?
উত্তর নবজাগরণ
৫. বাসব কে?
উত্তর ঃদেবরাজ ইন্দ্র
৬.ঐক্যতান শব্দের অর্থ কি?
উত্তর বিভিন্ন বাদ্যযণ্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর
৭.ঐক্যতান কবিতাটি কোন ধরনের রচনা?
উত্তর ঃ আত্মসমালোচনামূলক
৮.কবি "ঐক্যতান"- কবিতায় কিসের অপূর্ণতার কথা বলেছেন?
উত্তর ঃ সুর
৯.রবীন্দ্রনাথ এর মৃত্যুর কতদিন আগে " জন্মদিনে " কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়?
উত্তর ঃ ৪ মাস
১০. সাম্যবাদী কবিতার মূলভাব কি?
উত্তর ঃ বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশা
১১.ঝুট অর্থ কি?
উত্তর ঃ মিথ্যা
১২. জেরুজালেম কোথায় অবস্থিত?
উত্তর ঃ ফিলিস্তিন
১৩.শাক্যমুনি কি?
উত্তর ঃ শাকবংশে জন্ম যার বা বুদ্ধদেব
১৪. জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ ঠাকুর কি নামে আখ্যায়িত করেছেন?
উত্তর ঃ" চিত্ররূপময়"
১৫. জীবনানন্দ দাশকে " নির্জনতম "- কে দিয়েছেন?
উত্তর ঃ বুদ্ধদেব বসু
১৬.এই পৃথিবীতে আছে এক স্থান - এর মূল উপজীব্য বিষয় কোনটি?
উত্তর ঃ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য
১৭. বিশালাক্ষী কাকে বুঝানো হয়েছে?
উত্তর ঃ দেবী দূর্গা
১৮.সুদর্শন- কি?
উত্তর ঃ এক ধরনের পোকা
১৯. "নাসির উদ্দীন স্বর্ণপদক"- পায় কে?
উত্তর ঃ সুফিয়া কামাল
২০. পাথার অর্থ কি?
উত্তর ঃ সমুদ্র
২১." তাহারেই পড়ে মনে "- কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর ঃ " মাসিক মুহাম্মাদী"
২২. সুফিয়া কামকামাল এর স্বামী কত সালে মৃত্যুবরন করেন?
উত্তর ঃ১৯৩২
২৩.' কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে ' স্নিগ্ধ আঁখি ' বলতে কি বুঝায়?
উত্তর ঃ অশ্রুসিক্ত নয়ন
২৪. "সেই অস্ত্র"- কবিতার অস্ত্রটি কি?
উত্তর ঃ ভালোবাসা
২৫.আহসান হাবীব কত সালে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন?
উত্তর ঃ১৯৫০
২৬. ট্রয়নগরী কোথায় অবস্থিত?
উত্তর ঃ প্রাচীন গ্রিসে
২৭. "ছাড়পত্র "- কার লেখা?
উত্তর ঃ সুকান্ত ভট্টাচার্য
২৮. সুকান্ত ভট্টাচার্য -র উপাধি কি?
উত্তর ঃ কিশোর কবি
২৯. কোন বয়সে দুঃসাহসেরা উঁকি দেয়?
উত্তর ঃ আঠারো বছর বয়সে
৩০. শামসুর রহমান এর প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর ঃ সাপ্তাহিক সোনার বাংলা
৩১. কমলবন অর্থ কি?
উত্তর ঃ পদ্মবন
৩২. "ফেব্রুয়ারি ১৯৬৯"- কোন ধরনের কবিতা?
উত্তর ঃ রাজনৈতিকধর্মী
৩৩."আমি কিংবদন্তির কথা বলছি "- কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর ঃ গদ্য ছন্দে
৩৪. কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কোনটি?
উত্তর ঃ আঙ্গিক বিবেচনা
৩৫.নুরুল দিনের সারাজীবন কোন ধরনের রচনা?
উত্তর ঃ কাব্যনাটক
৩৬.নুরুলদীন কে ছিলেন?
উত্তর ঃ একজন কৃষক
৩৭.লোক লোকান্তর কবিতাটি - কবি আল মাহমুদের কি ধরনের কবিতা?
উত্তর ঃ আত্মপরিচয় মূলক কবিতা
৩৮. চোখ যে দেখতে নারি- এখানে নারি শব্দের অর্থ কি?
উত্তর ঃ না পারি
৩৯. রক্তে আমার অনদি অস্থি - কবিতাটির মূলভাব কি?
উত্তর ঃ নদীমাতৃক বাংলার বর্ণনা
৪০. কবি দিলওরের প্রথম কাব্য গ্রন্থের নাম কি?
উত্তর ঃ জিজ্ঞাসা
------------------------------------------------------------------------------------
♥ বাংলা বানান সতর্কতা♥
♦ সমস্ত '-জীবী' বানানে 'বী'; আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী;
কিন্তু 'জীবিকা' ও জীবিত বানানে 'বি'।
♦প্রতিযোগী তে ঈ-কার, প্রতিযোগিতা তে ই-কার। এরকম-
সহযোগী> সহযোগিতা
উপকারী> উপকারিতা
♦প্রাণী তে ঈ-কার, কিন্তু প্রাণিজগত্, প্রাণিকুল,
প্রাণিবিদ্যা রে ই-কার
♦মন্ত্রী, কিন্তু মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ
♦ হরীতকী, ভাগীরথী, সমীচীন শব্দগুলোয় দুটোই ঈ-কার
এভাবে-
পিপীলিকা, বিভীষিকা, শারীরিক,
আশীর্বাদ, ইত্যাদি শব্দের শুধু ২য় বর্ণে ঈ-কার।
♦দূরত্ব বুঝায় না এমন কোন দুর এ ঊ-কার বসে না। যেমন- দূর.. কিন্তু দুরন্ত, দুর্নীতি, দুর্বার, দুর্নিবার
♦ধরন ও দরুন এ ন, কিন্তু ধারণ, ধারণা, কারণ, করণ, করুণ, দারুণ ইত্যাদি শব্দে ণ হবে।
♦পরিবহণ, প্রাঙ্গণ, রূপায়ণ, নারায়ণ,
রামায়ণ সবগুলোর শেষে ণ।
♦ শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি ইত্যাদি অঞ্জলি যুক্ত সকল বানানে লি হবে।
♦রুপালি, সোনালি, পুবালি, বর্ণালি -আলি প্রত্যয় যুক্ত সকল বানানে ল এর উপর ই-কার।
♦আশিস, শুভাশিস, স্নেহাশিস.. শিস যুক্ত সকল বানান এরকম, প্রথমটা শ, পরেরটা স।
♦মুমূর্ষু, মুহূর্ত, শুশ্রূষা -প্রথমটা উ-কার, পরের টা ঊ-কার।
♦ ব্যবচ্ছেদ, সতীচ্ছেদ, শিরশ্ছেদ এগুলোর নিচে ব-ফলা নেই।
♦পোস্ট, মাস্টার, স্টেশন, স্টোর,
ইস্টার্ন, স্ট্রিট, স্টিল, গ্রিল, স্টিমার
গির্জা, যিশু, খ্রিষ্ট, খ্রিষ্টাব্দ,
ক্রাইস্ট ইত্যাদি সকল বিদেশি শব্দে 'স্ট' হবে।
♦ মধ্যাহ্ন, সায়াহ্ন, চিহ্ন ইত্যাদি বানানে 'দন্ত্য ন'; এই 'ন' হ-এর কাঁধের ওপর বসবে।
অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি বানানে 'মূর্ধন্য ণ'; এই 'ণ' হ-এর নিচে বসবে।
♦জবাবদিহিতা, দারিদ্র্যতা, দৈন্যতা, সখ্যতা, বৈচিত্র্যতা, উত্কর্ষতা বলে কোনো শব্দ নেই; শব্দগুলো যথাক্রমে জবাবদিহি, দারিদ্র্য (বা দরিদ্রতা), দৈন্য (বা দীনতা), সখ্য, বৈচিত্র্য (বা বিচিত্রতা) ও উত্কর্ষ।
♦মুমূর্ষু, মুহূর্ত, শুশ্রূষা বানানগুলোতে প্রথম বর্ণে উ-কার, ২য় বর্ণে ঊ-কার।
♦দাঁড়িপাল্লা, দাঁড়ি-মাল্লা, দাঁড়ি-কমা ইত্যাদি সমস্ত দাঁড়িতে চন্দ্রবিন্দু আছে; কেবল দাড়ি-গোঁফের দাড়িতে চন্দ্রবিন্দু নেই।
Posted by: Farjana Afroj Moni
-------------------------------------------------------------------------------
⬇
↔নাটকে কয়টি অংক রয়েছে?
🔴৪ টি।
↔নাটকে টোটাল কয়টি দৃশ্য রয়েছে?
⭕১২ টি
↔প্রথম অংকের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত
হয়েছিল?
🔴ফোর্ট উইলিয়ামে।
↔ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত?
⭕কলকাতায়।
↔ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান কে ছিলেন?
🔴এডমিরাল ওয়াটসন
↔ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর কে
ছিলেন?
⭕ড্রেক
↔কোথায় গোপনে অস্ত্র আমদানি করা হয়েছিল?
🔴কাশিমবাজার কুঠিতে।
↔কোথায় বসে ক্লাইভ সিক্রেট কমিটির সঙ্গে
পত্রালাপ করত?
⭕মাদ্রাজ
↔কলকাতার নাম নবাব কী ঘোষণা করেছিলেন?
🔴আলিনগর।
↔আলিনগরের দেওয়ান কাকে নিযুক্ত করা হয়?
⭕রাজা মানিকচাঁদকে।
↔ফোর্ট উইলিয়াম জাহাজ কোথায় অবস্থান করছিল?
🔴ভাগীরথী নদীর তীরে।
↔মাদ্রাজ থেকে কয়টি জাহাজ আসতে দেখা যায়?
⭕৫ টি।
↔"সিরাজের পতন কে না চায়?"উক্তিটি কার?
🔴ঘষেটি বেগমের।
↔মানিকচাঁদ কত টাকা খেসারত দিয়েছিল?
⭕১০ লক্ষ টাকা।
↔নবাবের পতনের পর কার সিপাহশালার এর পদ পাওয়ার
কথা ছিল?
🔴রায়দুর্লভ।
↔"আপনার কাছে ঘুষ খেয়ে ঘুষের অর্থই বদলে
গেছে"।কার উক্তি?
⭕মার্টিনের।
↔রমণীরবেশে মিরনের দরবারে কে প্রবেশ
করেছিলেন?
🔴ওয়াটস ও ক্লাইভ
↔নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেয়ার
কথা ছিল?
⭕বিশ লক্ষ।
↔ওয়াটসনের সই কে জাল করেছিল?
🔴লুসিংটন।
↔নবাবের পতন কে না চায়?উক্তিটি কার?
⭕ঘষেটি বেগম।
↔ঘষেটি বেগমের পালক পুত্র কে ছিল?
🔴নবাবের আপন ভাই,একরামউদ্দৌলা।
↔"দওলত আমার কাছে দাদামশায়ের থেকেও
বড়।"কার উক্তি?
⭕উমিচাঁদের।
↔নবাব যুদ্ধে হেরে গেলে কোম্পানির কত টাকা
পাওয়ার কথা ছিল?
🔴এক কোটি।
↔"সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিতে যাচ্ছিনা
তো?"কার উক্তি?
⭕মীর জাফরের।
↔কুখ্যাত দলিলটিতে কে কে সাক্ষর করেছিল?
🔴মীর জাফর,রাজবল্লভ এবং জগৎশেঠ।
↔মোহনলাল কোন গুপ্তচর কে হত্যা করেছিল?
⭕উমর বেগ।
↔পলাশীর যুদ্ধ কত তারিখে হয়?
🔴১৭৫৭ সালের ২৩ শে জুন।
↔নবাবের পক্ষে কতজন সৈনিক ছিল যুদ্ধে?
⭕৫০ হাজার।
↔নবাবের প্রধান গুপ্তচরের নাম কী?
🔴নারান সিং ওরফে রাইসুল জুহালা।
↔সে কোথায় ধরা পড়ে?
⭕৩য় অঙ্কের ৩য় দৃশ্যে।
↔নবাবের রাজধানী কোথায় ছিল?
🔴মুর্শিদাবাদে।
↔নবাব কাদের হাতে ধরা পড়েছিলেন?
⭕মিরকাশেম এর সৈন্যদের সাথে ভগবানগোলায়।
↔মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে নবাবকে হত্যা
করেছিল?
🔴১০ হাজার টাকা।
↔নবাব কে কত তারিখে ও কোথায় হত্যা করা হয়?
⭕২ রা জুলাই,১৭৫৭ সালে জাফরগঞ্জ কয়েদখানায়।
↔শেষ সংলাপ কার?
🔴মোহাম্মদী বেগ।
↔নবাবের পক্ষের লোক কারা ছিলেন?
⭕মোহনলাল,মিরমর্দান,স্যাফ্রে,নৌবে সিং হাজারী,বদ্রি
আলী খা প্রমুখ।
↔আলিনগরের সন্ধি কবে সাক্ষরিত হয়?
🔴১৭৫৭ সালের ৯ই ফেব্রুয়ারি।
↔নট শব্দের অর্থ কী?
⭕নড়াচড়া করা।
↔সিকান্দার আবু জাফরের বিখ্যাত পত্রিকা কোনটা?
🔴সমকাল।
------------------------------------------------------------------------------------
১। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহন করেন- চট্রগ্রামে।
২।সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়- লালসালু।
৩। সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মজীবন শুরু করেন- সাংবাদিক হিসেবে।
৪। সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন- ১৯৭১ খ্রিষ্ট্রাব্দ।
৫।বাংলাদেশের কথাসাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃৎ ছিলেন- সৈয়দ ওয়ালীউল্লাহ।
৬। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি প্রকাশিত হয়- ১৯৬৮ সালে।
৭। ‘নয়নচতারা’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়- ১৯৪৬ সালে।
৮।‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না- বদনা।
৯। নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে বেশি- টুপি।
১০। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ – বলা হয়েছে- শস্যহীন বলে।
১১।মজিদের শারীরিক গড়ন-শীর্ণকায়।
১২। মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ উম্মোচিত হয়েছে- মিথ্যাচার চরিত্রে।
১৩। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানেুষ আসতে লাগে- মাজারে মানত করতে।
১৪। মজিদ ভয় দেখেছে- রহিমার চোখে।
১৫। দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে –কলমা জানে না তাই।
১৬। মজিদের শক্তির মূল উৎস- মাজার।
১৭। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে সাদৃশ্যপূর্ণ হল- রহিমার্ চরিত্রটি
১৮। ঢেঙা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল- মজিদের বাড়িতে।
১৯। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল- হৈ চৈ করা।
২০। মজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল- তামাক।
২১। মহিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল- বেগুনি রঙ্গের।
২২। মজিদের গড়া মাজারে লোকজনের আসা কমে যায়- অন্য পীরদের আধিপত্য।
২৩।‘পাথর এবার হঠাৎ নড়ে’।– পাথর বলতে বোঝানো হয়েছে- মজিদকে।
২৪। আমেনা বিবি তার স্বামীকে পানিপড়া আনতে বলেছিল – মা হওয়ার আশায়।
২৫। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল- নাটকীয়।
২৬। জমিলা আমাদের সমাজব্যবস্থার যে অসংগতির শিকার- বাল্যবিবাহ।
২৭। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল- ছেলের মৃত্যুতে।
২৮।‘লালসালু’ উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে-ডোমপাড়া।
২৯। যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।
৩০।মজিদের বাড়িতে জিকিরের জন্য যে শিরনি রান্না চলছিল তার তদারকির দায়িত্ব ছিল- রহিমা ও জমিলার।
৩১। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল- মজিদ।
৩২। এশার নামাজ পড়ে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে- সিংহের।
৩৩। মজিদের মুখে থুথু ফেলেছিল- জমিলা।
৩৪। ‘লালসালু’ উপন্যাসে চৌকাঠে বসলে ঘরে কী আসে বলে উল্লেখ্য রয়েছে- বালা।
৩৫। সহজ প্রাণধর্মের উজ্জ্বল প্রতীক -জমিলা।
৩৬। গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে ওঠে - অনুশোচনায়।
৩৭। মজিদের শক্তি প্রতিফলিত হয়- গ্রামবাসীর ওপর।
৩৮। বুড়ো, হাসুনির মাকে বেধড়ক প্রহার করে- ঘরের কথা মজিদকে বলায়।
৩৯। মজিদকে শিকড়গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল- ধর্ম।
৪০। মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল- মতিগঞ্জের সড়কের ওপর ।
৪১। আমেনা বিবির প্রতি মজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে- লালসা।
৪২। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে- ধলা মিঞা।
৪৩। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে – জমিলার চোখ ।
৪৪। ‘লালসালু’ উপন্যাসে মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপে প্রকাশ পেয়েছে- ক্রোধ।
৪৫। মজিদ পূর্বে যেখানে বাস করত- মধুপুর গড়ে।
৪৬। মজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে নিহিত- আধিপত্য বিস্তার।
৪৭। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে- জমিলা।
৪৮। প্রথম যৌবনে মজিদ যেমন বৌ এর স্বপ্ন দেখতো-জমিলার মতো।
৪৯। ঢেঙ্গা বুড়োর বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল- সূরা আন-নূর।
৫০। ‘ বতর’ শব্দের অর্থ- ফসল কাটার উপযুক্ত সময়।
৫১। ‘ওনারে কইবেন, আমার যেন মওত হয়।’ আর্জিটি করেছিল- হাসুনির মা।
৫২। মাঠের ধান নষ্ট হয়ে যায়- শিলা বৃষ্টি হলে।
৫৩। ‘শস্যের চেয়ে টুটি বেশি, ধর্মের আগাছা বেশি’ বলতে বোঝানো হয়েছে- ধর্মীয় গোঁড়ামী।
৫৪। গ্রামের লোকেরা যেন রহিমারই- অন্য সংস্করণ।
৫৫। বিশ্বাসের পাথরে যেন- খোদাই করা চোখ।
৫৬। ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা - মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়।
৫৭। আমেনা বিবির বিয়ে হয়েছিল – ১৩ বছর বয়সে।
৫৮। মোনাজাত শেষে মজিদ পা ফেলছিল – উত্তর দিকে।
৫৯। আমেনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে – নিঃসন্তানের দিকটা।
৬০। ঘুমকাতুরে- জমিলা।
৬১। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি- ইংরেজি পড়েছে বলে।৬২। গ্রামে হিড়িত পড়েছে- মসজিদ স্থাপনের।৬৩। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা- থোতা মুখের তালগাছ।
৬৪। আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে- ধর্মব্যবসা।
৬৫।আওয়ালপুরের পীর আছরের সময় যে নামাজ পেয়েছে- জোহর।
৬৬। মজিদ হাসপাতালে গিয়েছিল- সমবেদনা প্রকাশ করতে।
৬৭। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে- অন্ধবিশ্বাস।
৬৮। খালেক ব্যাপারি সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক ছিল- শ্যালক।
৬৯। ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরে যেতে বলেছিল- পানিপড়া আনতে।
৭০। ধলা মিয়ার দেবংশি তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে - কুসংস্কার বিশ্বাস
৭১। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে- দৃঢ়তা।
৭২। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে - ইবলিশ।
৭৩। খালেক ব্যাপারী মজিদকে ভায় পায় -ধর্মভীতির কারণে।
৭৪। ‘আমেনা’ ক্ষেত্রে প্রযোজ্য- নিঃসন্তান।
৭৫। ঢেঙ্গা বুড়োর স্ত্রীর জানাজা পাড়ানোর কথা ছিল- মোল্লা শেখের।
৭৬। “তানি যে খোদার মানুষ” উক্তিটি হল - মজিদের।
৭৭। উঠানোর পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিপ্রান্ত বোধ করে- অসুস্থাতায়।
৭৮। আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল- পালকি।
৭৯। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন- মাজারে।
৮০। মজিদ বার বার আমেনা বিবির দিকে আড়চোখে তাকাচ্ছিল- রূপের মোহে।
৮১। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় – ধর্মভীতির কারণে।
৮২। আমেনা বিবি মাজারে পাক শুরু করেছিল- ডান দিক থেকে।
৮৩। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল- বেড়ার ফুটো দিয়ে।
৮৪। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল- শারীরিক দুর্বলতায়।
৮৫। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে- সন্দেহে।
৮৬। আমেনা বিবির ক্ষেত্রে প্রজোয্য- স্বামীভীরু।
৮৭। যে গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌছেছে- তালগাছ।
৮৮।মোদাব্বের মিয়ার ছেলের নাম- আক্কাস।
৮৯। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উম্মোচিত হয়েছে- শোষণ।
৯০। ‘পুলক’ শব্দের অর্থ- আনন্দ।
৯১।“বেত্তমিজের মতো কথা কইস না” উক্তিটি যার সম্পর্কে করা হয়েছিল- আক্কাস।
৯২।মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় বহন করতে চেয়েছিল - খালেক ব্যাপারী।
৯৩। মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিল- মজিদ।
৯৪। সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ ছিল- মজিদ।
৯৫। মজিদের যশ, খ্যাতির উৎস –পুরনো কবরটি।
৯৬। মজিদের নিঃসঙ্গবোধের কারণ- নিঃসন্তান হওয়ায়।
৯৭। যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল- খ্যাংটা বুড়ির।
৯৮। রহিমা পোষ্য রাখতে চায়- হাসুনিকে।
৯৯। “মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে” এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে- দ্বিতীয় বিয়ে।
১০০। ‘লালসালু’ উপন্যাসের মূল বিষয়বস্তু- গ্রামীণ জীবন, কুসংস্কার ও গোঁড়ামি।