☯️ ক্যালকুলেটর বাদে PH নির্ণয়ঃ😍

⭕ ক্যালকুলেটর বাদে PH নির্ণয় করতে হলে প্রথমে কয়েকটি log এর মান জানা জরুরি।😍

যেমন:

log1 = 0

log2 = 0.3

log3 = 0.5

log4 = 0.6

log5 = 0.7

lag6 = 0.8

log7 = 0.9

#এবার আমরা একটা example দেখব।

1️⃣ 0.005M HCl এর PH কত?✅

〽️ প্রথমে দেখতে হবে দশমিকের পর কয়টি সংখ্যা আছে । যে কয়টি সংখ্যা থাকবে প্রথম সংখ্যা হিসেবে সেটিকে নিতে হবে। যেমন উপরের Math টিতে দশমিকের পর তিনটি সংখ্যা আছে তাই প্রথম সংখ্যা হবে 3।

এবার আমরা দেখবো দশমিকের পর শেষ সংখ্যাটি কত। দেখার পর প্রথম সংখ্যা থেকে দশমিকের পর শেষ সংখ্যার log বিয়োগ করবে।

যেমন example এর শেষ সংখ্যা হলো 5 তাই pH হবে

= 3 - log5

= 3 - 0.7 [log5 = 0.7]

= 2.3

⭕আরো কিছু example লক্ষ্য কর।✅

2️⃣ 0.0003M HCl এর PH কত?

〽️ এখানে দশমিকের পর সংখ্যা আছে 4 টি এবং শেষ সংখ্যাটি হলো 3।

PH = 4 - log3

= 4 - 0.5

= 3.5

⭕ দ্বিক্ষারকীয় এসিডের ক্ষেএে✅

☢️ 0.002 M H2SO4 এর PH কত?

〽️ এখানে দশমিকের পর সংখ্যা হলো 3 টি এবং শেষ সংখ্যাটি 2 কিন্তু H2SO4 এর তুল্য সংখ্যা হলো 2 তাই শেষ সংখ্যাটি হবে 2*2 = 4

সুতরাং PH হবে

= 3 - log4

= 3 - 0.6

= 2.4

⭕ power এর ক্ষেএে PH নির্ণয়✅

⚠️ 3 * 10 ^ -7 M HCl এর PH কত?

〽️ এই ধরনের Math এর ক্ষেএে Power টাকে প্রথম সংখ্যা হিসেবে নিতে হবে।এবং প্রথম যে সংখ্যাটি থাকবে সেটির log নিতে হবে।

PH = 7 - log3

= 7 - 0.5

= 6.5

¤««¬ এইচ.এস.সি ও ভর্তি পরীক্ষায় PH সম্পর্কিত প্রশ্ন থাকবে।