*পরমাণু:-পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম
কণিকা যারা সরারসরি রাসায়নিক
বিক্রিয়ায় অংশগ্রহন করেনা।
'
*অণু:-অণু পদার্থের ক্ষুদ্রতম কণিকা যারা
অসংখ্য পরমাণু দ্বারা গঠিত।
*গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলে
পরমাণু অবিভাজ্য।
*জন ডাল্টন এ মতবাদ পুণঃপ্রতিষ্টা করেন।
!
!
★★পরমাণু অতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা
গঠিত এদের মুল কণিকা বলে।
!
★স্হায়ী মুল কণিকা:-ইলেকট্রন
,প্রোট্রন,নিউট্রন।
'
★অস্হায়ী মুল কণিকা:-নিউট্রিনো,
পজিট্রন, মেসন,বোসন,অ্যান্টিনিউট্রিনো।
'
★কম্পোজিট কণা:-আলফা কণা,ডিউটেরণ
কণা।
!
!
★মুল কণিকার আবিষ্কারক:-"ইট পড়ে নিচে"
*ইট
ই-ইলেকট্রন
ট-থমসন(thomson).
*পড়ে
প-প্রোট্রন।
ড়ে-রাদারফোর্ড।
*নিচে
নি-নিউট্রন।
চে-চ্যাডউইক।
!
!
★মুল কণিকার ভর(kg):-
১.ইলেকট্রন:9.1*10^-31.
2.প্রোট্রন:1.673*10^-27.
3.নিউট্রন:1.675*10^-27
!
★অস্তিত্ব নির্ণয়:-
১.প্রোট্রন-ক্যানাল রশ্মি পরিক্ষা দ্বারা।
২.ইলেকট্রন-ক্যাথোড রশ্মি পরিক্ষা।
৩.নিউক্লিয়াস-আলফা কণা পরিক্ষা।
!
★মুলকণিকার অন্য নাম:-
১.ইলেকট্রন:-কক্ষপথে সন্চারণশীল ঋনাত্মক
কণা।
২.প্রোট্রন:-মৌলের পরিচিতি নির্ধারক।
৩.নিউট্রন:-নিরপেক্ষতার রুপকার।
!
★অরবিট(রাস্তা):-যেসব পথে(কক্ষপথে)ইলে
কট্রনগুলো ঘুড়ে বেড়ায় সে কক্ষপথগুলোকে
অরবিট বলে।
★অরবিটাল(জ্যাম):-কক্ষপথের যে স্হানে
ইলেকট্রন পাবার সম্ভাবনা বেশি তাকে
অরবিটাল বলে।(৯০-৯৫% ইলেকট্রন পাওয়া
যায়).
!
★q=1.6*10^-19 C
emu=q(1*10^-1)
esu=q(3*10^9)
★ইলেকট্রনগুলো শক্তির শোষণ বা
বিকিরণের ফলে উৎপন্ন রশ্মির :-
১.লাইমেন-অতিবেগুনি
২ বামার-দৃশ্যমান
৩.প্যাশ্চেন-অবলোহিত।
৪.ব্র্যাকেট-অবলোহিত।
৫.ফুন্ড-অবলোহিত।
!
!
★কোয়ান্টাম সংখ্যা:-পরমাণুতে একটি
ইলেকট্রণের অবস্হান তুলে ধরার জন্য ৪ টি
কোয়ান্টাম সংখ্যার দরকার হয়।
১.প্রধান কোয়ান্টাম:এ দ্বারা শক্তিস্তরের
আকার প্রকাস করা হয়
'
২.সহকারি কোয়ান্টাম:-এ দ্বারা
শক্তিস্তরের আকৃতি প্রকাশ করা হয়।
'
৩.ম্যগানেটিক কোয়ান্টাম:-চৌম্বক
ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের
ত্রিমাত্রিক দিক বিন্যাসের প্রকাশ করার
জন্য ব্যবহৃত হয়।
'
৪.স্পিন কোয়ান্টাম:-ইলেকট্রন ঘুর্ণণের দিক
প্রকাশ করার জন্য।
"
"
★অরবিটাল সংখ্যা বিভিন্ন উপস্তরে★
S=1 টি
P=3 টি
d=5টি
f=7 টি
!
!
★উপশক্তিস্তরের আকৃতি★
*S অরবিটাল-গোলাকার/ফুটবলের ন্যায়।
*P অরবিটাল-ডাম্বেলের ন্যায়।
*d অরবিটাল-4 টি লোব বিশিষ্ট ডাবল
ডাম্বেলের ন্যায়।
!
!
★ইলেকট্রন বিন্যাসের নিয়ম:-
১.আউফবাউ নীতি(জার্মান ভাষায়)
২.হুন্ড নীতি।
৩.পলির বর্জন নীতি।
**পলির বর্জন নীতি:-১ টি পরমাণুতে ২ টি
ইলেকট্রনের ৪ টি কোয়ান্টাম সংখ্যার মান
কখনো সমান হয়না।
!
!
★ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ:-
১.মৌলের যোজ্যতা নির্ণয়।
২.পর্যায় সারণিতে মৌলের অবস্হান
নির্ণয়।
৩.মৌলের সক্রিয়তা নির্ণয়।
★আইসোটোপ:যেসব মৌলের প্রোট্রন
সংখ্যা সমান & ভর সংখ্যা ভিন্ন। মোট
মৌল ১১৪টি আর আইসোটোপ ১৩০০ টি।
'
★আইসোবার:-যাদের ভর সংখ্যা সমান &
প্রোট্রন সংখ্যা ভিন্ন।
'
★আইসোটোন:-নিউট্রন সংখ্যা সমান কিন্তু
ভর ও পারমানবিক সংখ্যা ভিন্ন।
'
★আইসোমার:-যাদের ভর ও পারমানবিক
সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন।
'
★আইসোইলেকট্রন:-যাদের ইলেকট্রন
সংখ্যা সমান।
!
!
!
★পারমানবিক সংখ্যা-প্রোট্রন সংখ্যা।
★পারমানবিক ভর-প্রোট্রন+নিউট্রন
সংখ্যা।
★আনবিক ভর -অণুর ভর।
!
★অক্সিজেনের পারমানবিক সংখ্যা-৮
(অক্সিজেনে প্রোটন সংখ্যা ৮টি)
'
★অক্সিজেনের পারমনিক ভর ১৬.
(অর্থাৎ অক্সিজেনের পরমাণুতে ৮ টি
প্রোটন +৮ টি নিউট্রন আছে সো ৮+৮=১৬
টি)
'
★অক্সিজেনের আনবিক ভর ৩২.
(অর্থাৎ অক্সিজেনের দুটি পরমাণু মিলে
একটি অণু o2 গঠিত হয় সো ১৬*২=৩২)
!
*একটি পরমাণুর ব্যাস 1*10^-10 m
(1*10^-8cm)
*একটি নিউক্লিয়াস ব্যাস 1*10^-14/15 m
!
!
!
★পরমাণুর নিউক্লিয়ার মডেল:-
১.থমসন(কিসমিস মডেল)-১৮৯৮ সাল।
২.রাদারফোর্ড(সৌর মডেল)-১৯১১ সাল
"ম্যাক্সওয়েল বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত"
৩.বোর মডেল-১৯১৩ সাল "ম্যাক্স প্লান্ক
কোয়ান্টাম তত্বের উপর প্রতিষ্ঠিত"
৪.বোর সমারফিল্ড -১৯১৬ সাল।
৫.দ্যা ব্রগলি -১৯২৪ সাল।
!
!
!
১.থমসন মডেল:-এ মডেলে সেমাই বাটিতে
যেরকম কিসমিস গুলো সর্বত্র ছড়িয়ে থাকে
তেমনি পরমাণুতে ইলেকট্রনগুলো ছড়িয়ে
থাকে।
!
১.রাদারফোর্ড পরমাণু মডেল:-সৌর জগতে
সুর্যের চারদিকে যেমন করে গ্রহগুলো ঘুরে
বেড়ায়, তেমনি নিউক্লিয়ানের চতুর্দিকে
ইলেকট্রনগুলো ঘুড়ে বেড়ায়।
★রাদারফোড পরমাণু মডেলের প্রস্তাবণা
& সীমাবদ্ধতা।
'
★তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেন
আলফা কণা পরিক্ষার মাধ্যমে।
-আলফা কণা পরিক্ষার উপকরণসমুহ:-
*সোনার পাতের পুরুত্ব 4*10^-7m
*তেজস্ক্রিয় Ra/po.
*লেড ব্লক।
*ZnS প্রলেপযুক্ত পর্দা।
*আলফা কণার গতি 7.68 Mev.
!
!
৩.বোর মডেল:-রাদারফোর্ড মডেলের
সীমাবদ্ধতার উপরে বোর একটি প্রস্তাবণা
দেন।
-বোর মডেলের প্রস্তাবণা:-
১.শক্তিস্তর সম্পর্কিত।
২.কৌণিক ভরবেগ (mvr=nh/2π)
3.শক্তির শোষণ ও বিকিরণ(E=hu).
---------------------------------------------------------------------