বাংলাদেশের বন্দর সমুহ (স্থল, সমুদ্র ও অন্যান্য )
➢ বাংলাদেশে সমুদ্র বন্দর রয়েছে: দুটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর।
➢ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর: চট্টগ্রাম সমুদ্র বন্দর।
➢ চট্টগ্রাম সমুদ্র বন্দর যে সালে প্রতিষ্ঠিত হয়: ২৫ এপ্রিল, ১৮৮৭ সালে।
➢ চট্টগ্রাম সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন: ১৮৮৮ সালে।
➢ চট্টগ্রাম সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত: কর্ণফুলী নদীর তীরে।
➢ চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয়: বাংলাদেশের প্রবেশ দ্বার।
➢ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর: মংলা সমুদ্র বন্দর।
➢ মংলা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত: পশুর নদীর তীরে (বাগেরহাট)।
➢ মংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয়: ১ ডিসেম্বর ১৯৫০ সালে।
➢ মংলা সমুদ্র বন্দরে বড় জাহাজের মাল খালাস করা হয়: চালনায়।
➢ বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে: নোয়াখালীতে।
➢ বাংলাদেশে প্রস্তাবিত সর্বশেষ সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে: কুতুবদিয়ায়।
➢ বাংলাদেশের প্রধান নদীবন্দর: নারায়ণগঞ্জ।
➢ নারায়ণগঞ্জ নদী বন্দরটি যে নদীর তীরে অবস্থিত: শীতলক্ষ্যা।
➢ মেঘনা নদীর তীরবর্তী বিখ্যাত নদী বন্দর হল: চাঁদপুর।
➢ বাংলাদেশের প্রধান নদী বন্দরগুলো: নারায়ণগঞ্জ, চাঁদপুর, গোয়ালন্দ।
➢ বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স'ল বন্দর হল: বেনাপোল স'ল বন্দর।
➢ বেনাপোল স'ল বন্দর অবস্থিত: যশোর জেলায়।
➢ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর: হিলি স'ল বন্দর।
➢ হিলি স'ল বন্দর অবস্থিত: দিনাজপুরে।
➢ ‘ভোমরা স্থলবন্দর’ অবস্থিত: সাতক্ষীরা জেলায়।
➢ ‘কসবা স্থলবন্দর’ অবস্থিত: ব্রাহ্মণবাড়িয়ায়।
➢ ‘বুড়িমারী স্থলবন্দর টি’ অবস্থিত: লালমনিরহাট জেলায়।
➢ ‘বাংলাবান্দা স্থলবন্দর’ যে জেলায় অবস্থিত: পঞ্চগড় জেলায়।
➢ ‘হাতীবান্দা স্থলবন্দর’ অবস্থিত: লালমনিরহাট।
➢ বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ গঠন করা হয়: ১৪ মে, ২০০১ সালে।
➢ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যালয় অবসি'ত: চট্টগ্রামে।
➢ আভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) অবস্থিত: ঢাকায় কমলাপুরে (উল্লেখ্য চট্টগ্রামেও একটি স্থাপিত হবে)।
➢ বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর: নাকুগাঁও, নালিতাবাড়ী, শেরপুর।
বাংলাদেশের প্রধান স্থলবন্দর গুলো এবং এদের অবস্থান দেখনো হল:
➢ নাম: বেনাপোল , অবস্থান: যশোর
➢ নাম: হিলি , অবস্থান: দিনাজপুর
➢ নাম: ভোমরা , অবস্থান: সাতক্ষীরা
➢ নাম: বুড়িমারি , অবস্থান: লালমনিরহাট
➢ নাম: বিরল , অবস্থান: দিনাজপুর
➢ নাম: দর্শনা , অবস্থান: চুয়াডাঙ্গা
➢ নাম: আখাউড়া , অবস্থান: ব্রাহ্মণবাড়িয়া
➢ নাম: কসবা , অবস্থান: ব্রাহ্মলবাড়িয়া
➢ নাম: বাংলাবান্দা , অবস্থান: পঞ্চগড়
➢ নাম: টেকনাফ , অবস্থান: কক্সবাজার
➢ নাম: হালুয়াঘাট , অবস্থান: ময়মনসিংহ
➢ নাম: সোনা মসজিদ , অবস্থান: চাঁপাই নবাবগঞ্জ
➢ নাম: বিবির বাজার , অবস্থান: কুমিল্লা
➢ নাম: তামাবিল , অবস্থান: সিলেট
➢ নাম: বিলোনিয়া , অবস্থান: পরশুরাম, ফেনী
➢ নাম: নাকুগাঁও , অবস্থান: নালিতাবাড়ী, শেরপুর
➢ মায়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয় যে বন্দর দিয়ে: টেকনাফ স্থলবন্দর দিয়ে।
➢ বাংলাদেশের যে স্থলবন্দর বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছে: টেকনাফ স্থলবন্দর।
------------------------------------------------------------------------------------